Tech And Click -গেম হিরো গ্যারেনা ফ্রি ফায়ার/পাবজি টুর্নামেন্ট ২০২৪

Tech & Click
0

ফ্রি ফায়ার/পাবজি টুর্নামেন্ট ২০২৪


 "গেইম হিরো" টুর্নামেন্টের সকল আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।টুর্নামেন্টের সমস্ত আপডেট,স্কোর,পরবর্তী ম্যাচ সমস্ত ইনফরমেশন ওয়েবসাইট/ মেসেঞ্জারে দেয়া হবে। টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য এডমিন প্যানেলের সদস্য দের সাথে যোগাযোগ করার জন্য একান্ত ভাবে অনুরোধ করা যাচ্ছে।



 Tech And Click গেম হিরো গ্যারেনা ফ্রি ফায়ার/পাবজি টুর্নামেন্ট ২০২৪




 Tech And Click গেম হিরো ওয়াপ-ভিত্তিক ব্যাটল রয়্যাল গেম গ্যারেনা ফ্রি ফায়ার খেলার টুর্নামেন্ট। Tech And Click অপকোস-এর (সেলকম, এক্সএল  এবং স্মার্ট) আয়োজনে এই রেগুলার গিভওয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।





০১/০১ /২০২৪ইং

সময়-রাত ১০.০০ টা

কাষ্টম আইডি-

কাষ্টম পাসওয়ার্ড- 

 Tournament  Countdown


visitor Click -- 2000 Estimated 

👇



রেজিষ্ট্রেশনের জন্য নিচের ক্লিক বাটনে ক্লিক করুন

👉Click Here👈






অংশগ্রহণ করার জন্য আপনাকে নিচের ধাপসমূহ অনুসরণ করুন:


১/http://www.sscreation365.blogspot.com ভিজিট করে পরবর্তী টুর্নামেন্টের নিউজ নিন।

২/আপনার সেরা খেলাটি খেলুন, প্রতি ৩ ঘণ্টা পরপর আমাদের ওয়েবসাইটের লিডারবোর্ডে সর্বোচ্চ স্কোর আপডেট হবে।

৩/টুর্নামেন্ট পিরিয়ড জুড়ে প্রতিনিয়ত  ওয়েবসাইট/ মেসেঞ্জার গ্রুপে চোখ রাখুন।

৪/অংশগ্রহণকারীর বয়স ১৮ বা তার বেশি হতে হবে।

৫/ব্যক্তিগত বিকাশ/নগদ অ্যাকাউন্ট থাকতে হবে।

৬/প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করে নিতে হবে।


শর্ত--

১/ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে https://techndclick.com/লিঙ্কে থাকা সকল শর্তাবলীর সাথে একমত বলে ধরে নেওয়া হবে।

২/সকল শর্তাবলী পড়ে এবং মেনেই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।

৩/কোনো ধরনের প্রতারণামূলক উপায়ে কিংবা প্রযুক্তিগত ত্রুটি ব্যবহার করে বেঞ্চমার্ক অর্জন করা বৈধ বিবেচিত হবে না। উদাহরণ: প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন বা সফ্টওয়্যার ব্যবহার করা, বিনা মূল্যে প্রশ্নের উত্তর দেওয়া, সিস্টেম স্প্যামিং, প্রশ্নের উত্তর দেওয়া ছাড়াই বেঞ্চমার্ক অর্জনের উপায় খুঁজে বের করা ইত্যাদি।

৩/কোনো ধরনের প্রতারণামূলক কেইস পাওয়া গেলে এডমিন সেই অংশগ্রহণকারীকে ব্লক করে দেওয়ার অধিকার রাখে।

৪/বিজয়ী হতে সম্পূর্ণ ক্যাম্পেইন পিরিয়ড জুড়ে আপনার সাবস্ক্রিপশন বজায় রাখতে হবে। কোনো কারণে আন-সাবস্ক্রাইব হয় গেলে পুনরায় সাবস্ক্রাইব করতে হবে।

৫/বিজয়ী নির্ধারণে এডমিন দের সিদ্ধান্তই চূড়ান্ত।









Post a Comment

0Comments
Post a Comment (0)